বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও করোনায় আক্রান্ত

আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং।।
কুমিল্লায় প্রথমবারের মতো সরকারি হাসপাতালের একজন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু। এর আগে কুমিল্লায় একজন বেসরকারি চিকিৎসক,একজন এক্স-রে টেকনেশিয়ান,প্যাথলজি স্টাফ ও সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট আক্রান্ত হন।
ডা. মীর হোসেন মিঠু বলেন, এর আগে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির চালক আক্রান্ত হয়েছিলেন। এজন্য ৪০জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ডা. মনিরুল ইসলাম করোনা ভাইরাস পজেটিভ হন। তাকে হাসপাতালের কোয়ার্টারের একটি বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

(বিঃদ্রঃ-আমাদের পোর্টাল থেকে নিউজ কপি করবেন না, আমাদের নিউজ কপি করে যে সমস্ত পোর্টালে প্রকাশ করছেন, সবাইকে তদারকি করা হচ্ছে। যে নিউজটি কপি করছেন সেটার স্ক্রিনশটও রাখা হচ্ছে। কপি করা বন্ধ না করলে আপনার নিউজ পোর্টালের নাম এবং স্ক্রিনশটসহ প্রকাশ করা হবে)