‘ব্যাটাররা সাবধান মোস্তাফিজ আসছে’ ফিজকে স্বাগত জানাল পিএসএল

 

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান লিগে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে পিএসএল। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ পোস্ট দেয়া হয়।

পিএসএলের পোস্টে বলা হয়েছে, ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছে মুস্তাফিজ।

এদিকে একটি সূত্র জানিয়েছে, পিএসএলে খেলতে ড্রাফটে নাম লিখেয়েছে মোস্তাফিজ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

পরে নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। তবে এখন পর্যন্ত কোনো মেইলের কোনো জবাব দেয়নি আইসিসি।