ব্রাক্ষণপাড়ায় ৬ মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদ খেয়ে মাতলামি করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জন মাদক সেবীকে ১ বছর ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেছেন। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা এ রায় ঘোষনা করেন। থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে থানার এসআই বাবুল হোসেন ও মামুনুর রশীদ উপজেলা সদরের দীর্ঘভুমি ও শশীদল ইউনিয়নের বাশতলী এলাকায় অভিযান চালিয়ে মদ খেয়ে মাতলামী করার সময় নাইঘর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নাজমুল হাসান (২৮), বুড়িচং উপজেলার মোকাম বড় বাড়ির নূরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম(২৫), একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে শাহপরান প্রকাশ সোহাগ(২৮), কংশনগর এলাকার হোসেন মিয়ার ছেলে মো: পিয়াস(২৩), উপজেলা সদর এলাকার আবদুল মজিদ মিয়ার ছেলে জমির হোসেন(২৪), নাইঘর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো: নুরে আলম প্রকাশ নুর(২৫)কে আটক করে থানায় নিয়ে আসে। ডাক্তারি পরীক্ষায় মদ পানের বিষয়টি নিশ্চিত হবার পর মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফৌজিয়া ছিদ্দিকা মাদক সেবী নাজমুল, নজরুল, শাহপরান ও পিয়াসকে ১ বছর এবং জমির ও নুরে আলমকে ৬ মাস করে বিনাশ্রম সাজা প্রদান করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেন।