গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
মায়ের কুলখানির দিনই মারা গেলেন তারই একমাত্র ছেলে। অকল্পনীয় এই করুণ ঘটনায় শোকের আবহ নেমে এসেছে ওই পরিবারে। মায়ের কুলখানির দিনই ছেলের মৃত্যু, এমন শোকে পুরো এলাকাও গভীর শোকে নিমজ্জিত হয়ে পড়েছে।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকায়।
মারা যাওয়া ব্যক্তির নাম মানিক মিয়া ( ৫৫)। তিনি ওই এলাকার তাজুল ইসলাম হুজুর বাড়ির মৃত সৈয়দ আলীর বড় ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর সোমবার বার্ধক্যজনিত রোগে মারা যান মানিক মিয়ার মা আমেনা বেগম ( ৭৫ )। গত কাল তার মায়ের কুলখানি অনুষ্ঠান ছিল। সকাল থেকে বাড়িতে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ বহু লোকের সমাগম ছিল। মায়ের কুলখানি ঘিরে সারাদিন খুব ব্যস্ত সময় কাটান মানিক মিয়া। দিন শেষে সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মায়ের কুলখানির দিনে ছেলের মৃত্যু, একই পরিবারে কয়েকদিনের ব্যবধানে দুজনের মৃত্যু শোকে পরিবারের সদস্যরা একেবারে ভেঙে পড়েছেন। মায়ের কুলখানিতে ছেলের মৃত্যুর মতো করুণ ঘটনা এলাকাবাসীরাও মেনে নিতে পারছেন না। পুরো এলাকাজুড়ে শোকের আবহ বইছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অরূপ সিংহ বলেন, সন্ধ্যায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন স্বজনরা। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত পাই। ধারণা করছি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।