স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জে সংগঠন বহির্ভূত কাজে জড়িয়ে পড়ায় মো.জিয়াউর রহমান ওরফে জিয়া নামে এক ছাত্রলীগ নেতাকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সাংগঠনিক সকল কর্মকাণ্ড থেকেও অব্যাহতি দেওয়া হয়। ছাত্রলীগ নেতা জিয়া উপজেলার নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়কের পদে ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার রাতে (৫ জুন) বিয়ষটি জানানো হয়। তবে বিষয়টি জানাজানি হয় রোবববার (৬ জুন)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্তে নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো.জিয়াউর রহমানকে সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকার কারণে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই কলেজে ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।