মুরাদনগরে ছাত্রদলের রাজনৈতিক প্রশিক্ষন কর্মশালা

নাজিম উদ্দিন, মুরাদনগর।।
কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনের উপজেলা ছাত্রদল ও এর অধিনস্থ সকল কলেজ শাখা ছাত্রদল নেতা-কর্মীদের “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুরাদনগর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্বাবধানে এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন মুরাদনগর উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হেলাল তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহসিন ভূইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ্ আজিজ সরকার মুন্না, সাগর হোসেন, মীর জাহিদ হাসান সম্রাট, সদস্য আনোয়ার হোসেন, আলামিন, শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক ছাইফুল ইসলাম, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি তামিম হাসান, সাধারন সম্পাদক সাইদুল হাসান, বদিউল আলম বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি নোমান আহমেদ আসিফ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক আহসানুল হক, জাহাপুর কমলাকান্ত একাডেমি ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আরফিন, বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক আবু সাত্তার, কোড়েরপাড় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিব হাসানসহ অসংখ্য নেতা-কর্মী।