এন এ মুরাদ, মুরাদনগর।।
কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের পাঁচজনসহ নতুন ১০জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারা হলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের সিনেমা ব্যবসায়ী পরিবারের পাঁচজন, রহিমপুর গ্রামের একজন, পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দি গ্রামেরর দুইজন, মুরাদনগর সদর মোহনা আবাসিক এলাকার একজন ও নাগরকান্দি গ্রামর করোনা উপসর্গ নিয়ে মৃত নাছির আহম্মদ। এ নিয় মুরাদনগর উপজলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন। সুস্থ হয়েছেন দুইজন।
সূত্রে জানা যায়, এভাবে ছড়িয়ে ছিটিয়ে রোগী পাওয়ায় আতংকিত মুরাদনগর বাসী। উপজেলার বড় বড় তিনটি পয়েন্ট কোম্পানীগঞ্জ, রামচন্দ্রপুর ও মুরাদনগর সদর। এই তিনটি পয়েন্ট এখন রোগী রয়েছে। তারমধ্যে মুরাদনগর সদরের-একজন ও কোম্পানীগঞ্জ এলাকার উত্তর ত্রিশে পাঁচজন করোনা সংক্রমণের রোগী।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন, করোনায় যাদের পজিটিভ এসেছে তাদেরকে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করা হয়েছে।