এন এ মুরাদ,মুরাদনগর।।
কুমিল্লা জেলার মুরাদনগর ও কোম্পানীগঞ্জ বাজারকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাজার কমিটি।
কোম্পানীগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব বলেন, করোনা রোগী কোম্পানীগঞ্জ বাজারে আসার খবরে আমরা উদ্বিগ্ন, এর সংক্রমণ ছড়িয়ে পড়লে হতে পারে হাজারো জীবন বিপন্ন। তাই বাজার কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ঔষধ ও কাঁচামালের দোকান ছাড়া বাজারের সব দোকানপাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন থাকবে।
এদিকে মুরাদনগর সদর বাজার বনিক সমিতির সভাপতি আক্তার মেম্বার ও সেক্রেটারি হেলাল উদ্দিন চৌধুরী রবিবার বিকালে এক সভায় মুরাদনগর বাজারকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া অন্যান্য সামগ্রী ক্রয় বিক্রয় আগামী ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তাদের এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সবাইকে পরিবার ও নিজের নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার জন্য আহবান করা হলো।