গ্রাম পুলিশদের সংসার কিভাবে চলছে সে খবর কেউ রাখে না

মো. মিজানুর রহমান, মেঘনা ।।
কুমিল্লার মেঘনায় করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সহযোগী হিসেবে পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে মানুষকে সচেতন করার কাজ করছে গ্রাম পুলিশের সদস্যরা। হোম কোয়ারান্টাইনে যারা আছেন প্রতিনিয়ত তাদের খোঁজখবরও নিচ্ছে তারা। এছাড়া গ্রামে গ্রামে ঘুরে করোনা উপসর্গের রোগীর বাড়ি নির্ধারণ করে প্রশাসনকে খবর দেয়ার কাজটিও করে যাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা। করোনা ভাইরাস প্রতিরোধের মত ঝুঁকিপূর্ণ এসব কাজ করে গেলেও তাদের নেই কোন পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। নিজের টাকা ক্রয়কৃত নিন্মমানের মাস্ক থাকলেও নেই কোন হ্যান্ডগ্লাভস কিংবা জীবানুমুক্ত থাকার হ্যান্ড স্যানিটাইজার।
নাম প্রকাশ না করার শর্তে গ্রাম পুলিশের এক সদস্য বলেন, এই দুর্যোগে ইউনিয়ন পরিষদ কিংবা স্থানীয় নেতৃবৃন্দ কর্মহীন মানুষদের ঘরে ঘরে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন, অথচ গ্রাম পুলিশদের সংসার কিভাবে চলছে সে খবর কেউ রাখে না। নিন্ম আয়ের এসব মানুষগুলো এখন মানবেতর জীবনযাপন করছে। পেটে ক্ষুধা থাকলেও লোকলজ্জায় কারো কাছে হাত পাততে পারছেন না তারা। কোন সহৃদয়বান ব্যক্তি তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়াবে, সেই আশায় দিন পার করছেন গ্রাম পুলিশের সদস্যরা।
মেঘনা থানার ওসি আবদুল মজিদ বলেন,গ্রাম পুলিশ সদস্যদের সর্তকতা অবলম্বন করে কাজ করার পরামর্শ দিয়েছি।