গাজী মো. রুবেল, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন মানতে গিয়ে ঘরে থাকা নিন্মআয়ের ক্ষুধার্ত মানুষগুলোর পাশে এসে দাড়িয়েছেন ওই গ্রামের মানবিক মানুষ বেঙ্গল গ্রুপের জিএম মাসুকুল আলম। সোমবার সকালে কল্পবাস, দীর্ঘভূমি, ডগ্রাপাড়াসহ এই তিনটি গ্রামের ৩শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল পর্যাপ্ত পরিমানে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, লবন এবং সাবান।
এসময় উপন্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহআলম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনিরুল ইসলাম, মোঃ তারু মিয়া, মোঃ নাছির উদ্দিন।
সমাজ সেবক মাসুকুল আলম বলেন, আমার বাবা মরহুম আবদুল অদুদ চেয়ারম্যান আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন। আমিও মাঝে মাঝে এলাকার মানুষের পাশে দাঁড়ানেরা চেষ্টা করি। এই মহামারিতে নিজের সাধ্যমত এলাকার মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি। আগামীতেও এলাকার মানুষের পাশে থেকে এমন সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তিনি।