স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রামের বাঁশখালিতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে মোস্তাফিজুর রহমান এমপির সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।
শনিবার নগরীর গোয়ালপট্টির জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুল। বক্তব্যে তিনি সমাবেশে হামলার নির্দেশদাতা মোস্তাফিজুর রহমান এমপির সংসদ সদস্য পদ বাতিলসহ জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। এ সময় তিনি দেশের সকল মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা প্রদানেরও দাবি জানান।
উল্লেখ্য-চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দ আহমেদের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়া, মুক্তিযোদ্ধাদের নিয়ে সংসদ সদস্যের অবমাননাকর মন্তব্য এবং বাঁশখালীতে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়।