স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর সর্ববৃহ রাজগঞ্জসহ সব দৈনিক কাঁচাবাজার মঙ্গলবার বন্ধ থাকবে। এছাড়া নববর্ষ উপলেক্ষে রাজগঞ্জ বাজারে অনুষ্ঠিতব্য মাছের মেলাও স্থগিত করা হয়েছে। এই সময়ে কোন প্রকার বাজার কিংবা মাছের মেলা বসালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
আতিক উল্লাহ খোকন জানান,সংক্রমণ ঠেকাতে ওষুধের দোকান ছাড়া মঙ্গলবার সব কাচা বাজার বাজার,মুদি দোকান,সুপার শপ বন্ধ থাকবে।
সূত্র জানায়, রাজগঞ্জ বাজারে প্রতিবছর বাংলা নববর্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতারা আসে। তবে এবছর করোনাভাইরাস প্রতিরোধে মাছের মেলায় জনসমাগম বন্ধে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন রাজগঞ্জ বাজারের ইজারাদার জয়নাল আবেদীন। তিনি জানান, সিটি কর্পোরেশন নির্দেশে ১৫ তারিখ সকাল ৮টা পর্যন্ত রাজগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে মাছের আড়ৎ ও যারা মেলা বসাবে তাদের আমরা বার বার সতর্ক করেছি যেন কোন প্রকার দোকান না বসে।