রিশাদ আগামীর বড় তারকা:মঈন আলী

কুমিল্লার পেপার ডেস্ক:

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি–টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে নজরকাড়া পারফরম্যান্স করে চলেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। সর্বশেষ ম্যাচে তিনি চার ওভার বোলিং করে ২৬ রান খরচায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার নৈপুণ্যে হোবার্ট হারিকেন্স ৩৭ রানের বড় ব্যবধানে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে হারায়।

এর আগে গত মাসেও পার্থ স্করচার্সের বিপক্ষে ৩৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছিলেন রিশাদ। বিপিএলে অংশ না নিয়ে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত যে সঠিক ছিল, ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই তা প্রমাণ করছেন তিনি।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসা সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী রিশাদের প্রশংসায় ভাসিয়েছেন। তার মতে, রিশাদ ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের বড় তারকায় পরিণত হতে পারেন।

শনিবার সিলেট টাইটান্সের হয়ে এক সংবাদ সম্মেলনে মঈন আলী বলেন, বিগ ব্যাশ লিগে খেলার সিদ্ধান্ত রিশাদের জন্য ইতিবাচক হয়েছে। সেখানে খেলে সে নিজের খেলায় আরও উন্নতি করার সুযোগ পাচ্ছে বলে তিনি মনে করেন।

মঈন আলী আরও জানান, অস্ট্রেলিয়ার মতো প্রতিযোগিতামূলক লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলা রিশাদের অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্যও বড় সম্পদ হবে। তরুণ ও প্রতিভাবান লেগ স্পিনার হিসেবে রিশাদের গুরুত্ব আলাদা বলেও উল্লেখ করেন তিনি।

তার মূল্যায়নে, রিশাদই হতে পারেন বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। মঈন আলীর ভাষায়, রিশাদ একজন মানসম্মত বোলার এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গা ধীরে ধীরে শক্ত করে তুলছেন।