অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চেয়ার এবং জুতা নিক্ষেপ করে একে অপরকে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীরা জানান, রামগঞ্জ কলেজ মাঠে একটি বেসরকারি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানের শ্যুটিং চলছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে বিএনপির এক সমর্থক প্রশ্ন করে। এতে ক্ষুব্দ হয়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারীকে জুতা প্রদর্শন করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই নাজমুল বলেন, ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে প্রশ্ন করা নিয়ে একজন সমর্থক জুতা প্রদর্শন করে। এটিকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে। বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।