সংবাদ প্রকাশের জেরে এবার হল ছাড়ার নির্দেশ রুদ্র ইকবালকে

হাছিবুল ইসলাম সবুজ, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের দুর্নীতি বিষয়ে বক্তব্যের সংবাদ প্রকাশ করায় দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার সেই সাংবাদিককে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কাজী নজরুল ইসলাম হল প্রশাসন। গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়

তবে এর আগে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনায় কয়েকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হলেও কোনো শিক্ষার্থীকেই পরিক্ষায় অংশগ্রহণসহ হলে অবস্থান করতে কোন বাধা প্রদান করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন। তবে প্রশাসনের ভিন্ন পদক্ষেপ দেখা যায় সাংবাদিক রুদ্র ইকবালের সময়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘গত ০২ আগস্ট ২০২৩ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশ সাপেক্ষে পরবর্তী কার্যার্থে কাজী নজরুল ইসলাম হলের হল প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল মনোয়োরকে সাময়িক বহিষ্কারাদেশ বলবৎ থাকাকালীন হলে অবস্থান না করতে নির্দেশ প্রদান করা হলো।’

এ বিষয়ে ইকবাল মনোয়ার বলেন, ‘প্রথমত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মবহির্ভূতভাবে আমাকে বহিষ্কার করে শিক্ষার্থী হিসেবে আমার অধিকার হরণ করেছে, পরবর্তীতে হল ছাড়ার নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে আরেকটি অন্যায় সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে। একজন শিক্ষার্থী হিসেবে আমি এর তীব্র নিন্দা জানাই।’

এবিষয়ে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে যে অনুলিপি দিয়েছে আমি সেটা দিয়েছি।’ এর আগে বহিষ্কৃত শিক্ষার্থীদের হলে অবস্থান না করার নির্দেশ কেনো দেওয়া হয়নি প্রশ্নে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি তোমার সাথে মোবাইলে কথা বলতে পারব না। অফিসে আসেন এসব বিষয়ে কথা হবে।’