সন্তান কোলে ৫০০ কি.মি হেঁটে বাড়ি ফিরলেন মা

আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতে দেড় মাস ধরে চলা লকডাউনে গাড়ি না পেয়ে ১৭ দিনের সন্তানকে কোলে নিয়ে পায়ে হেঁটে ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এক মা। সন্তানকে কোলে নিয়ে মুম্বাই থেকে বিদর্ভ অঞ্চলের ওয়াশিম পর্যন্ত হেঁটে গিয়েছেন সেই নারী। খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেই মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তান জন্ম দেন ওই নারী। মুম্বাইয়ে তার কেউ না থাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র মিললে ১৭ দিন বয়সী সন্তানকে বুকে জড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। কিন্তু মুম্বাইয়ে কোনো গাড়ি না পেয়ে কোলের শিশুকে নিয়ে গাড়িতে বিদর্ভে ফেরার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেন তিনি। কিন্তু পুলিশ তার সেই আবেদনে কোন সাড়া দেয়নি। পরে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত পায়ে হেঁটে বাড়ির পথে যাত্রা শুরু করেন। টানা ১২ ঘণ্টা বিশ্রামহীন হেঁটেছেন তিনি। পথে অনেক ক্লান্তি শেষে ৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে সন্তানকে নিয়ে গন্তব্যে পৌঁছেন ওই মা।