‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’, বহিষ্কার মহিলা আ.লীগ নেত্রী

নিউজ ডেস্ক।।
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহানাজ পারভীন মিলিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা মহিলা আওয়ামী লীগের সাতক্ষীরা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা স্বাক্ষরিত পত্রে তার বহিস্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়েছে, শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামী লীগের দলীয় পদ ব্যবহার করে জেলাব্যাপী সংগঠনবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। বারবার মৌখিক সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।

গত ২৮ আগস্ট সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আলম হোসেনের বাড়ি ভাঙচুর ও হুমকি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।