এন এ মুরাদ, মুরাদগর।।
কুমিল্লার মুরাদনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরী ও তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের দেবিদ্বার প্রতিনিধি আতিকুর রহমান বাশার, মুরাদনগর উপজেলা দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আজিজুর রহমান রনি, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা সাংবাদিক শরীফুল আলম চৌধুরীর ওপর হামলাকারী সন্ত্রাসীদের ৭২ঘণ্টার মধ্যে আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এছাড়াও চেয়ারম্যান শাহজাহানের জামিন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। সকালে কোর্টে চালান, বিকালে বাড়িতে এসে লোকজন জড় করে সংবর্ধনা। এমন হলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে।
উল্লেখ্য, নানা দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশের জের ধরে গত শনিবার দিনদুপুরে শরিফুল আলম চৌধুরীর বাড়িতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই হাত ও পা ভেঙে ফেলে দারোরা ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়ার লেকজন। শরীফকে বাঁচাতে গেলে তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকে কুপিয়ে আহত করা হয়। এসময় ঘরে থাকা বোনকেও শ্লীলতাহানীর চেষ্টা করে হামলাকারীরা। সাংবাদিক শরিফ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। অবস্থা অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সোমবার ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছেন।