সাজ্জাদ হোসেন শিমুল, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ‘বিতর্কিত ও আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মুরাদনগর। বুধবার বিকেলে উপজেলা সদরে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সর্বস্তরের জনগণ।
বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ‘মুরাদনগরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে ঝাড়ু হাতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতেই জনপ্রিয় ও পরীক্ষিত নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। বক্তারা বলেন, কায়কোবাদ দীর্ঘদিন ধরে মুরাদনগরের মানুষের আস্থার প্রতীক, তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেওয়া হবে না। ষড়যন্ত্র অব্যাহত থাকলে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।
বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ বলেন, একজন সম্মানিত জাতীয় নেতাকে নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র চালানো হলে ঢাকাুচট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তারা অভিযোগ করেন, কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপি এবং তুরস্কের নাগরিক। তার এই বক্তব্যের পরপরই মুরাদনগরজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।