নিজস্ব প্রতিবেদক।।
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট- সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ‘৯/১১ দারিদ্র্য বিমোচন তহবিল কুমিল্লা জোন’। কুমিল্লা জোনের এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ‘৯/১১ দারিদ্র্য বিমোচন তহবিল কুমিল্লা জোন’উদ্যোগ গ্রহণ করে একটি ফান্ড তৈরি করে।
এই কার্যক্রমে সহায়তা করেন, বাবু, ডেন্টিষ্ট মোঃ মামুন হোসাইন, আক্তার হোসেন, আল- আমিন রিয়াজ, আমজাদ হোসেন, খলিলুর রহমান, মনজুর, পিয়াস, জাকারিয়া হোসেন, হান্নান, মারুফ, আপন আহমেদ, অনি, রনি, আব্দুল আউয়াল ও রাব্বি।
৫০০টি পরিবারের মাঝে, চিড়া -১ কেজি, মুড়ি -৫০০ গ্রাম, গুড়-১ কেজি, বিস্কুট -৩৫০ গ্রাম, পানি – ২ লিটার, কেক ২ প্যাকেট, মিনি বিস্কুট -২ প্যাকেট, খাবার সেলাইন- ৪ পিছ, খেজুর- ৭৫০গ্রাম, ঔষধ – নাপা/ ওমিপাজল/ফ্লাজিল/হিস্টাসিন, মোমবাতি বড় ২পিছ, লাইটার – ১ পিছ, দুধ- ২০০গ্রাম ইত্যাদি বিতরণ করা হয়।
এই বন্যায় সুনামগঞ্জের ৯০ শতাংশ প্লাবিত হয়েছে। সিলেট জেলার সুনামগঞ্জ কোম্পানিগন্জ উপজেলার জেলার প্রায় কয়েকটি গ্রামে এ সহায়তা করা হয়।
এই জোনের সদস্যরা বলেন, দেশের প্রাকৃতিক দুর্যোগে তারা সবসময় পাশে ছিল এবং পরবর্তীতে পাশে থাকবে।