সেবার জন্য জেগে থাকে কুমেক হাসপাতাল

স্টাফ রিপোর্টার:
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের অন্যতম চিকিৎসা সেবার প্রতিষ্ঠান কুমিল্লা মেডিকেল কলেজ(কুমেক) হাসপাতাল। এই হাসপাতাল কখনও ঘুমায় না। রোগীদের সেবার জন্য উন্মুখ হয়ে থাকে বলে দাবি করেন এখানের চিকিৎসক,কর্মকর্তা ও স্টাফরা। তারা বলেন, ৫০০শয্যার হাসপাতালে স্বাভাবিক সময়ে দ্বিগুন রোগী থাকতো। তখনও চিকিৎসা সেবা চলেছে হাসিমুখে। এখানে আগে কিছু নেতিবাচক আলোচনা হলেও বর্তমান পরিচালকের দক্ষ হাতে তা চলছে মসৃণ গতিতে। প্রশাসক বিচক্ষণ হলে কোন প্রতিবন্ধকতা টেনে ধরতে পারে না।
কুমিল্লার সাবেক সফল সিভিল সার্জন ও কুমেক হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান বলেন,ব্যক্তিগতভাবে আমি কাজ পাগল মানুষ। চিকিৎসকের পাশাপাশি কুমিল্লার সন্তান হিসেবেও এখানের স্বাস্থ্য সেবার উন্নয়নে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,চিকিৎসক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা কাজ করে যাচ্ছি। করোনার এ দুর্যোগেও এখানে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, কিছু গণমাধ্যমে একজন রোগীর অভিভাবক অভিযোগ করেছেন,একজন প্রসূতি আলট্রানোগ্রাম সুবিধা পাননি। বিষয়টি সঠিক নয়। প্রসূতিদের জন্য সেবা সব সময় উন্মুক্ত।