বন্দি দিনে ঘরে বসাতে পারেন গানের আসর

।। খায়রুল আহসান মানিক ।।
সময় যেন কাটেনা, বড় একা একা লাগে – – – – – – – – – – – এটি একটি গানের কলি। আসলে কখনো কখনো সময় কাটেনা- কাটতে চায় না। বিশেষ করে দুঃসময়ে আরো বেশি না। করোনার এই দুঃসময়ে ঘরে বসে সময় কাটানোর জন্য ভিন্ন রকম কিছু কাজ করা যেতে পারে। ধর্মীয় বই সহ অন্যান্য বই পড়া। পত্রিকা পড়া। বই পড়ার অভ্যাস যাদের আছে তাদের সংগ্রহে থাকা পছন্দের বইগুলো পড়তে পারেন। বয়স্ক এবং ছোটদের তাদের পছন্দের বই পড়ে শোনাতে পারেন। পারেন পত্রিকার কোন বিশেষ ফিচার পড়ে শোনাতে । এ নিয়ে আলোচনাও করতে পারেন তাদের সাথে। বইয়ের সেলফ বা র‌্যাকে জমে থাকা ধূলা- বালি ঝেড়ে- -মুছে ফেলুন সময় নিয়ে। যত্ন করে আবার সাজিয়ে রাখুন। এ সময় নিজের মুখে মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করুন। লেখা- লেখির টুক টাক অভ্যাস আছে তারা চেষ্টা করুন কোন বিষয় নিয়ে লিখতে। চেষ্টা করলে দাঁড়িয়ে যাবে লেখাটা। এ সময় পুরনো খসড়া অথবা অসমাপ্ত লেখা গুলোও দাঁড় করিয়ে ফেলতে পারবেন। যা সময়ের অভাবে আগে হয়নি।
দাবায় যাদের আগ্রহ আছে তারা দাবা নিয়ে বসতে পারেন পরিবারের কাউকে নিয়ে। আগ্রহীদের দাবা খেলার চালটাও শেখাতে পারেন এ সময়ে। লুডু খেলতে পারেন অন্যদের নিয়ে। তাসের প্যাকেট নিয়ে বসতে পারেন। বায়ান্ন তাসের তেপান্ন খেলার দরকার নেই। সহজ খেলা গুলোই খেলুন পরিবারের সদস্যদের নিয়ে। ঘরে ক্যারাম বোর্ড থাকলে খেলতে পারেন। লাল- সাদা আর কালো গুটির ক্যারাম খেলায় আপনার সময় কাটবে ভালো।
গানের আসর বসাতে পারেন ঘরে। যেখানে সবাই শিল্পী। গানে সুর- বেসুরের বিচার নয় অংশ গ্রহণই হবে মূল কথা। টেলিভিশনের ভালো কোন অনুষ্ঠান দেখতে পারেন সবাইকে নিয়ে। হতে পারে পুরনো দিনের ছবি বা হারানো দিনের গানের অনুষ্ঠান। বিদেশী ছবিও থাকতে পারে পছন্দের তালিকায়। সবাই মিলে শিশুদের নিয়ে প্রচারিত অনুষ্ঠান ও দেখতে পারেন। কার্টুন দেখতে ছেলে- বুড়ো সবাই মজা পায়- সেটাও দেখা যেতে পারে। যে কোন বিষয়ে কুইজ প্রতিযোগিতা করতে পারেন সবার অংশ গ্রহণে।
দেশ- বিদেশের আত্মীয় বা পরিচিত জনদের সাথে কথা বলতে পারেন বিভিন্ন সোস্যাল অ্যাপসের মাধ্যমে। শিখতে আগ্রহী সদস্যদের রান্না শেখাতে পারেন এ সময়ে। রান্নায় আগ্রহীরা নতুন কোন রেসিপি তৈরী করতে পারেন। পরিবারের পছন্দের রেসিপি গুলো রান্না করে পরিবেশন করতে পারেন খাবার টেবিলে।
পোষাকে যারা নতুন ডিজাইন নিয়ে কাজ করেন, এই অখন্ড অবসরে তারা সুঁই, সূতা, কাঁচি নিয়ে বসে যেতে পারেন নতুন কিছু সৃষ্টিতে। সেলাই শিখতে আগ্রহীদের এ সময় সেলাই শেখাতে পারেন।
অনেক দিন আগে ঘরের আসবাবপত্র মনের মতো সাজিয়ে ছিলেন। এখন আর সেই সেটআপ পছন্দ হচ্ছেনা। আসবাব পত্র ঝেড়ে- মুছে নতুন করে সেট করুন। যেটা যেখানে দেখতে চান সেটা সেখানেই সেট করুন।
এমনিতেই ঘরের আসবাব পত্র মেঝে, ওয়াশরুম পরিস্কার করেন। এখন প্রতিদিনই করুন সম্ভব হলে। বাসা এবং বাসার বাইরের অংশে জীবনু নাশক ব্যবহার করুন। পোষাক- আশাক পরিস্কার রাখুন। শরীর পরিস্কার রাখুন। পরিবারের সবাইকে পরিস্কার থাকতে বলুন। এ সব কাজেও সময় কাটাবে অনেকটা।
বিশেষ করে এ সময়ে ধর্মীয় আলাপ- আলোচনা করুন। যার যার ধর্মীয় আচার মেনে চলুন। ধর্ম- কর্মে নিয়োজিত থাকলে ভালো সময় কাটে।
দুর্যোগের এই সময়ে পরিবারের সদস্যরা এক অপরকে করোনা প্রতিরোধে করনীয় গুলো মানতে সহয়তা করুন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। শেষ কথা ঘরে থাকুন, বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। করোনা প্রতিরোধে সরকারের নির্দেশাবলী মেনে চলুন নিজে বাঁচুন, পরিবারেকে বাঁচান এবং দেশবাসীকে বাঁচতেও সহায়তা করুন।
লেখক:সিনিয়র সাংবাদিক।