হাছিবুল ইসলাম সবুজ।।
স্বজন শিক্ষার্থীদের আর্থ সামাজিক উন্নয়ন, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ও নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করার লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত স্বজন শিক্ষার্থীদের নিয়ে ‘‘স্বজন ছাত্র কল্যাণ সংঘের’’ ২০২৩-২৪ নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার ( ৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা বিজ্ঞান কলেজের অডিটোরিয়ামে স্বজন কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান অপু।
নবগঠিত কমিটির সভাপতি ওমর ফারুক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, স্বজনদের কল্যাণে নিবেদিত ঐতিহ্যবাহী সংগঠন স্বজনকল্যাণ সংঘের ছাত্র ইউং স্বজন ছাত্রকল্যাণ সংঘের নবগঠিত কমিটির একজন সদস্য হতে পেরে আমি আনন্দিত। স্বজন কল্যাণ সংঘকে অসংখ্য মোবারকবাদ যারা ছাত্রদের অগ্রগতি নিয়ে কাজ করে যাচ্ছে, ছাত্রদের সমস্যা শুনছে,সমাধানে তৎপর হচ্ছে। স্বজন ছাত্রদের নিয়ে এ যাত্রা অব্যাহত থাকলে খুব দ্রুতই স্বজনদের অগ্রগতি সম্ভব হবে। স্বজন ছাত্রদের ঐক্যবদ্ধ করা, স্বজনদের কল্যাণে ছাত্রদের অংশীদার করা, স্বজন ছাত্রদের মাঝে বুদ্ধিবৃত্তিক জ্ঞান চর্চা,ছাত্রদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করাই হবে আমাদের মূল কাজ। আমরা আশা করছি স্বজনকল্যাণ সংঘ আমাদের উপর যে আস্হা রেখেছেন সে আস্হার মর্যাদা আমরা নিশ্চিত করতে পারবো।সর্বোপরি আমরা সকলের দোয়া ও পরামর্শ চাই।
এ ছাড়াও কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আবদুল কাদের, কামরুল হাসান, আরিফুল ইসলাম, রাসেল উদ্দিন, সাইফুল ইসলাম। যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাহিদ হাসান, শাহেনূর, আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এনামুল হক নোমান, সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মাঈনুল ইসলাম রিফাত, নাসিফুল ইসলাম, আব্দুল কাদের, ইশতিয়াক আহমেদ জয়, অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন হাছিবুল ইসলাম সবুজ, সহ প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জয়নাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাঈদ বিন মোস্তফা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো.আবরার মেহেদী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবদুল আল মামুন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আকিব আব্দুল্লাহ, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সুমাইয়া আক্তার, সহ ছাত্রী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন জান্নাতুল ফেরদৌস এবং সদস্য পদে রযেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছে, হোসনে মোবারক,আনোয়ার হোসেন মিঠু, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন পঞ্চায়েত, হফেজ তরিকুল ইসলাম, পেয়ারুল ইসলাম হৃদয়, আবুল খায়ের, সাহরিয়ার মাহমুদ, নাইমূল ইসলাম, কাউসার, মির হোসেন, ফয়সাল ফরাজি, এমরান সাহরিয়ার, আবদুস সালাম, সারওয়ার হোসেন।
উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।