হাইওয়ে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে-ডিআইজি আবদুল মাবুদ

স্টাফ রিপোর্টার।।
হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স-পূর্ব) মোহাম্মদ আবদুল মাবুদ হাইওয়ে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা সার্কিট হাউসে ‘বিশেষ কল্যাণ ও পর্যালোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্য তিনি এসব নির্দেশনা দেন।

আলোচনা সভায় ডিআইজি আবদুল মাবুদ বলেন, মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে আরও পেশাদার ও মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। বিশেষ করে মহাসড়কে চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এসময় তিনি হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্বশীলতা ও নিষ্ঠার মাধ্যমে জনসেবায় আস্থা আরও সুদৃঢ় করবেন বলে আশা প্রকাশ করেন। এছাড়াও মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ যানজট নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

সভা শেষে ডিসেম্বর মাসে ভালো কাজের জন্য বিভিন্ন পদবীর পুলিশ সদস্য দের পুরস্কার প্রদান করা হয়