হাসান কামরুল।।
বিগত ১৬ বছরের হাসিনা হিটলারের চেয়েও বেশী অত্যাচার করেছে। যুগে যুগে হিটলার, টিক্কা খান, আইয়ুব খানসহ অত্যাচারী শাসকদের পতন হয়েছে। হাসিনারও পতন হয়েছে। যারাই ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে ইতিহাসে তাদেরই আল্লাহ ধ্বংস করেছে। শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে জরুরি সংস্কারপূর্বক অবিলম্বে নির্বাচিত সরকারের প্রত্যয়ে কুমিল্লা সমাবেশে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান।
তিনি আরো বলেন, হাসিনার বাপ তো দেশেই গুলি খেয়ে মরছে, কিন্তু হাসিনা তল্পিতল্পা গুছিয়ে পালাতে বাধ্য হয়েছে। সব কৃতিত্ব মূলত ছাত্রদের।
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ১০০ বছরের মধ্যে বাঙ্গালি মুসলমানের ঘরে নোবেলবিজয়ী ড. ইউনুসের মতো গুণী জন্মায়নি, জন্মাবে বলেও মনে হয় না। শ্রদ্ধা রেখে বলছি কোন পদের জন্য নিজেকে কলুষিত করবেন না। বিনা নির্বাচনে ক্ষমতায় দীর্ঘায়িত করবেন না। আপনার উপদেষ্টারা বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মতো ভদ্রলোকেও বিষোদগার করে।
প্রধান আলোচকের বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের অপর উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের ৩১ দফা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজনৈতিক দফা। এসব দাবিসমূহ বাস্তবায়ন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তাক্ষরের দাবি জানান।
তিনি আরো বলেন, কুমিল্লার ইতিহাস দিনদিন হারাতে বসছে। এটা একটা ঝঞ্জাটে পরিনত হয়েছে। অনতিবিলম্বে কুমিল্লা নামে বিভাগ ঘোষনা, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন, ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে, বিমানবন্দর চালু, ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নেরও দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিল ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র চেয়ারম্যান সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯৭১ এ শেখ মুজিবের ডাকে মানুষ যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। কিন্তু স্বাধীনতার পর তিনি কথা রাখলেন না। তিনি ভারতীয় চক্রান্তে পরে গেলেন। সমস্ত পত্রিকা বন্ধ করে বাকশাল কায়েম করেন। সমস্ত সরকারি অফিসকে বাকশালে আনতে বাধ্য করেন। মুজিবের অবসানের পর জাতির হাল ধরলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাকশাল বন্ধ করলেন, সমস্ত পত্রিকা চালুর সিদ্ধান্ত নেন। তিনি ভাবলেন দেশের উন্নতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ বাহিনীর উন্নয়ন দরকার। পুলিশকে আধুনিকায়ন করলেন। দেশকে বিদ্যুতায়িত করতে তিনি পল্লী বিদ্যুৎ করলেন। ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের জন্য তিনি গ্যাস উত্তলনে প্রতিষ্ঠা করলেন পেট্রোবাংলা। কৃষি বিপ্লবে তিনি খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করেন। প্রেসিডেন্ট জিয়া যখন জণপ্রিয়তার তুঙ্গে তখন তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা ড:শাহ মোহাম্মদ সেলিম, এডভোকেট সোহরাব হোসেন পলাশ, এডভোকেট কাজী নাজমুস সাদাত, ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মুনতাকিম, মোস্তফা মোরশেদ চৌধুরী, এডভোকেট আখতার হোসেন, মাসুদ করিম, ওমর ফারুক চৌধুরী, ইউসুফ আলী মীর পিন্টু, শাহজাহান মজুমদার, আমানুল্লাহ, ওমর ফারুক চেয়ারম্যান, ইসমাইল মজুমদার প্রমুখ।