মো.কামাল হোসেন মোল্লা,
হোমনায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় এক বিক্রেতাকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম
সোমবার বিকালে হোমনা উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করে নূরে আলম (৩১) নামের একজন গ্যাস সিলিন্ডার বিক্রেতাকে নগদ ২০০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রকল্প ব্যবস্থাপন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএন ও মোঃ শহিদুল ইসলাম জানান, অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় একজন ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।