মোর্শেদুল ইসলাম শাজু,হোমনা ।।
কুমিল্লার হোমনা পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন। এ উপলক্ষে রবিবার পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে দায়িত্বগ্রহণ, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা -০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, অ্যাড. মফিজুল ইসলাম ও মো. হাবিবুর রহমান সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার বেপারী, সাবেক কাউন্সিলর রাজ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।
নব নির্বচিত পৌর পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক কাঁচে মোড়ানো সোনালী নৌকা উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হোমনা পৌরসভা নির্বাচনে প্রথমবার ইভিএম পদ্ধতিতে এবং টানা দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আইন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম।