১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার।।
১২ সেপ্টেম্বর খুলছে রেলের সব টিকিট কাউন্টার, অর্ধেক অনলাইনে বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

করোনাভাইরাস প্রতিরোধে প্রতিটি ট্রেনের মোট আসনসংখ্যার পঞ্চাশ শতাংশ যাত্রী নেয়ার সিদ্ধান্ত ঠিক থাকছে। তার মধ্যে অর্ধেক আসনের টিকিট কাউন্টারের মাধ্যমে কেনা যাবে। পঞ্চাশ শতাংশের বাকি অর্ধেক টিকিট কেনা যাবে অনলাইনে মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলের মাধ্যমে।

এই পঞ্চাশ শতাংশের মধ্যে ২ শতাংশ আগের মতোই রেল কর্মকর্তা- কর্মচারীদের জন্য নির্ধারিত থাকবে। অনলাইনের ক্ষেত্রে সর্বোচ্চ ৬ টির বেশি টিকেট কাটা যাবে না। সকাল ৮টা থেকে কাউন্টারে ও সকাল ৬ টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কাউন্টার ও অনলাইনের টিকিট কাটার সকল নিয়ম বাস্তাবায়িত হবে ১২ সেপ্টেম্বর থেকে