যেখানে খাদ্য সামগ্রী দিতে কিংবা নিতে হুড়োহুড়ি থাকে সেখানে ত্রাণ বিতরণে উদাহরণ সৃষ্টি করলো মুরাদনগর উপজেলার আমপাল হাজী রসুলী সরকার ফাউন্ডেশন। নিম্ন আয়ের মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এক ভিন্ন পরিবেশে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সব কাজে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, সেখানে অনেকই ত্রাণ দিচ্ছেন লোক সমাগম করে। যাতে সংক্রমণের ঝুকিঁও বাড়ছে। কুমিল্লার মুরাদনগরে করোনার কারণে ক্ষতিগ্রস্থ দু’শতাধিক হতদরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে আমপাল হাজী রসুলী সরকার ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল হাজী রসুলী সরকারের বাড়ির রাস্তার দুপাশে দূরত্ব বজায় রেখে সারি সারি করে রাখা হয় করোনায় কর্মহীন মানুষদের জন্য ত্রাণের প্যাকেট। এ সময় লগডাউনে বেকার হয়ে যাওয়া চা বিক্রেতাসহ হতদরিদ্ররা বাড়ির পাশের রাস্তায় রাখা তাদের ত্রাণ সামগ্রী নিজেরাই তুলে নেন। ত্রাণ সহায়তায় আমপাল হাজী রসুলী সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়। এ সময় ওই সংগঠনের সদস্যদের মধ্যে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুরাদনগর উপজেলা পরিষদের সিএ ইকবাল হোসেন, তিতু মীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম শাহেদ, ছালিয়া কান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, সহ সভাপতি নুর মোহাম্দ সরকার, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য সফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আলী সরকার, সমাজ সেবক পারভেজ সরকার, আল আমীন সরকার ও আমপাল পূর্ব পাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম চৌধুরী ও দারোরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কুদ্দুস মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । আমপাল হাজী রসুলী সরকার ফাউন্ডেশনের সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের সিএ ইকবাল হোসেন বলেন, উপজেলা পরিষদে চাকুরি করার সুবাদে ত্রাণ বিতরণে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই ভিন্ন ধরনের এই পদ্ধতি অবলম্বন করা। -প্রেস বিজ্ঞপ্তি।