ডেস্ক রিপোর্ট।।
কূটনৈতিক তৎপরতার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
রোববার সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২০ এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক জানান, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু অরক্ষিত সীমানা রয়েছে। সেগুলো নিয়ন্ত্রণে আনাই এখন বড় চ্যালেঞ্জ। সে লক্ষ্যে কাজ চলছে বলেও জানান মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দফতরে বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন মহাপরিচালক।
এছাড়া, পিলখানাস্থ সীমান্ত গৌরবে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। করোনাভাইরাস সংক্রমণজনিত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবসের বিশেষ দরবার পরিচালনা করা হয়।