ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতির দাবি করছে ব্যবসায়ীরা।
জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার বাগড়া বাজারে এই আগুনের ঘটনা ঘটে। বুড়িচং ফায়ার সার্ভিসের দুইটি দল ঘটনাস্থলে পৌঁছে আাড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দদক্ষতিগ্রস্তরা এ প্রতিনিধিকে জানান, গভীর রাতে বাজারের হোটেল দোকানের মালিক জাকিরের ঘর থেকে আগুনের ধোঁয়া দেখতে পান এক সিএনজি অটোরিক্সা চালক। তার চিকিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়তে থাকে। বাজারের হোটেল ব্যবসায়ী জাকিরের দোকানঘর, বাচ্চু মিয়া সারের দোকান, গোপাল চন্দ্র শীলের ঔষধ ফার্মেসীর দোকান, চন্দন সূত্র ধর ও সুকুমার শীল দুজনের সেলুন দোকান, মাহাবুব হোসেনের রড সিমেন্টের দোকান এবং বাবুল হোসেনের গ্যারেজের দোকানসহ মোট আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাস্টার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এবিষয়টি নিয়ে আমাদের গণমানুষের নেতা কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু ভাইয়ের সাথে আলোচনা করেছি। আমি নিজে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খসরু ভাইয়ের নামে ১০ হাজার ও আমার নামে ১০ হাজার করে মোট ৮টি দোকানদারকে ১লক্ষ ৬০হাজার টাকা নগদ অর্থ প্রদান করেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে পুনরায় ঘর নির্মাণ করার জন্য টিন দিয়েছি এবং কম্বল দিয়েছি।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আলম, শশীদল বিএনপির সভাপতি মোরশেদ আলম, মোঃ মাসুদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।