স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় শুটকির প্যাকেটের ভেতরে ২৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট লুকিয়ে পাচারের সময় র্যাব এর হাতে গ্রেফতার হয়েছে দুই জন মাদক পাচারকারী। শনিবার গভীর রাতে একটি ট্রাকে করে চট্রগ্রাম থেকে ঢাকা পাচারের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকা থেকে ট্রাকসহ তাদের আটক করে।
র্যাব কুমিল্লার উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব সদস্যরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকায় ট্রাকটি আটক করে। তল্লাশী করে ট্রাকে থাকা মেশিনারিজের বক্সের ভিতরে রাখা শুটকি দিয়ে মোড়ানো পলিথিন ব্যাগ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেটগুলো।
গ্রেফতারকৃৃতরা হলো চট্রগ্রামের হালিশহরের মধ্যেম রামপুর এলাকার আবেদ আলীর ছেলে মো.শাহীন এবং একই এলাকার ফজল আহমদের ছেলে জহবর আহমদ।
এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মামলা করেছে র্যাব।