স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় বালকদের মাসব্যাপী সাতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কুমিল্লা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙনে বৃহষ্পতিবার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতার প্রশিক্ষেেণর শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াছমিন।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াছমিন বলেন, নদীমাতৃক ও খাল বিল বেস্টিত বাংলাদেশে মানব জীবন রক্ষায় সাতার জানা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া প্রশিক্ষণ কর্মসুচিতে সাতারেও বিভিন্ন কলাকৌশল শেখানো হবে। ফলে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য আনতে পারবে।
জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, বর্তমান কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সকল শারীরিক ব্যায়ামের মধ্যে সাতার অন্যতম। আগামীতে এ প্রশিক্ষণের অংশগ্রহণকারী বালকেরা আন্ত:স্কুল সাতার প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে কুমিল্লা জেলার প্রতিনিধিত্ব করবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এ সাতার প্রশিক্ষণে বুড়িচং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ৩০ জন প্রশিক্ষণার্থী চুড়ান্তভাবে প্রশিক্ষণে সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী , সাতার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাত্ররা উপস্থিত ছিলেন।