স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক ব্যবসাযীকে আটক করেছে র্যাব। বুধবার সকালে জেলার সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব কুমিল্লার কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিাযান চালায় র্যাব সদস্যরা। মোটরসাইকেল সহ আটক করা হয় সন্দেহভাজন দুই জনকে। উদ্ধার করা হয় তাদের সাথে থাকা ১২ কেজি গাঁজা। এসময় জব্ধ করা হয় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি।
আটককৃতরা হল জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমারডাঙ্গা গ্রামের আলী নওয়াবের ছেলে আবদুল জলিল ও সদর দক্ষিন উপজেলার মথুরাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে শাহরিয়ার।
র্যাবের দাবি আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে।