স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে চলছে বিশেষ অভিযান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ৪৩ কিলোমিটার এলাকায় গত কয়েকদিন যাবত চলছে এ বিশেষ অভিযান।
মহাসড়কের নিমসার, আলেখারচর, পদুয়ার বাজার, কংশনগর, সুয়াগাজীসহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ইজিবাইক, নসিমন, ভটভটি, সিএনজি আটক করেছে হাইওয়ে পুলিশ। আটককৃত এসব থ্রি হুইলার এর বিরুদ্ধে ডাম্পিংসহ প্রসিকিউশন দাখিল করে অন্তত দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানতে চাইলে ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি, ইজিবাইক, নসিমন, ভটভটিসহ সকল থ্রি হুইলার বন্ধে আমরা কাজ করছি। তারপরও মহাসড়কের পাশের কিছু কিছু শাখা রোড দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে যেসব যানবাহন মহাসড়কে উঠে যায় সেগুলো আটক করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।