কুসিক নির্বাচন: ছাপাখানার ব্যবসায় তুঙ্গে

নাজমুল সবুজ, কুমিল্লা।।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়া লেগেছে নগরীর ছাপাখানা গুলোতে। প্রতীক বরাদ্ধের পরপরই আনুষ্ঠানিক প্রচার শুরু করে প্রার্থীরা। পোস্টার- লিফলেট ছাপাতে ছাপাখানাগুলোতে প্রার্থী ও তাদের কর্মীদের ভিড় বাড়তে থাকে। ছাপাখানার পাশাপাশি চাহিদা বেড়েছে মাইক সার্ভিসের।

নির্বাচনী প্রচারের অন্যতম উপকরণই হলো পোস্টার-লিফলেট। পোস্টার ছাড়া নির্বাচন কল্পনা করাই অসম্ভব। তাইতো নির্বাচনকে ঘিরে কর্মতৎপরতা বেড়েছে ছাপাখানা গুলোতে। নগরীর অধিকাংশ ছাপাখানাই নিউমার্কেট এলাকায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, ছোট-বড় সব ছাপাখানাই নির্বাচনী পোস্টার ছাপাতে ব্যস্ত। প্রতীক বরাদ্ধ পাওয়ার পরপরই ব্যস্ততা বেড়ে যায় ছাপাখানা গুলোতে। এতে ব্যস্ত সময় পার করছেন এখানকার ছাপাখানা মালিক ও কর্মচারীরা। আজমিরী প্রেসের সত্ত্বাধিকারী বলেন, আমরা পাঁচ বছর ধরে নির্বাচনের অপেক্ষায় থাকি, পোস্টার-হ্যান্ডবিলের ভালো চাহিদা রয়েছে। তবে কাঁচামলের বাজার দর বেশি হওয়ায় মুনাফা কম হচ্ছে। ছাপাখানায় কাজ করা রনি জানান, আমরা আগে ডিউটি করতাম আট ঘন্টা, নির্বাচনের জন্য এখন ১৬-১৭ পর্যন্ত কাজ করতে হচ্ছে। তবে প্রার্থীদের সুবিধার্থে আমরাও আনন্দ সহকারেই কাজ করে যাচ্ছি।

ছাপাখানার ব্যস্ততা নিয়ে কুমিল্লা মুদ্রন শিল্পএসোসিয়েশনের সভাপতি কাজী মো: ওয়াছিলুল হক জাভেদ বলেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে।আমাদের মেয়র, কাউন্সিলর প্রার্থী বেশি হওয়ায় কাজের চাপও তুলনামূলক বেশি। অন্য সময়ের তুলনায় নির্বাচনের ব্যবসায় ভালোই হচ্ছে।

এদিকে নির্বাচনী প্রচার শুরুর পর ব্যানার-পোস্টারের পাশাপাশি চাপ বেড়েছে নগরীর মাইক সার্ভিসের দোকান গুলোতেও। শুধু ছাপাখানা কিংবা মাইক সার্ভিস নয় নির্বাচনী প্রচারে কদর বেড়েছে ভয়েস আর্টিস্টদের। প্রার্থীরা নির্বাচনী প্রচারে মাইকে প্রচারের জন্য ধারস্থ হচ্ছেন ভয়েস আর্টিস্টদের। তারাও প্রার্থীদের চাহিদা অনুযায়ী নানা সুর-ছন্দে ভয়েস দিচ্ছেন।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। কুমিল্লা সিটির তৃতীয় এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। এই নির্বাচনে মেয়র পদে পাঁচ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।