নিজস্ব প্রতিবেদক।।
‘একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার পানে’ প্রতিপাদ্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কুমিল্লার চান্দিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ আগস্ট) জাপান প্রবাসী আমির হোসেন এবং রংধনু ব্লাড ডাইভার্স এর আয়োজনে উপজেলার ১৩ টি ইউনিয়নে ১০ হাজার ফলজ-বনজ গাছ বিতরন করা হয়।
রংধনু ব্লাড ডাইভার্সের উপদেষ্টা শাহ সেলিম চেয়ারম্যানের সভাপতিত্বে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দিনা থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন জাকির প্রধান, দেলোয়ার ডাক্তার, মোয়াজ্জেম, ফরহাত, মহিবুল্লা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির এসব চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজক আমির হোসেন জানান, বৃক্ষ আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা এবং মানুষ বাচাতে অক্সিজেনের প্রয়োজনে এই বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।