মারুফ আহমেদ।।
বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় ও আহত সকল ছাত্র-ছাত্রীদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজারে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মোকাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগাইশ দরবার শরীফ এর পীর সাহেব হজরত মাওলানা মোস্তাক ফয়েজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ সেলিম, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, তাতী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম রানা, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক দিদারুল আলম মৈশান, সাংবাদিক মোবারক হোসেন, ভরেল্লা দক্ষিণ ইউনিয়ন এর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন বাদল।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আইসিটি ১৪ ব্যাচের শিক্ষার্থী আল মামুন, ফিজিক্স ১৪ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জিল্লুর রহমান।
দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের (লন্ডন প্রবাসী) সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, মোকাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ টিপু সুলতান, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ সালাহ্ উদ্দিন, মোকাম ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি কবির হোসেন লিটন, সদর ইউনিয়নের যুবদলের সভাপতি আবু জাহের শিপু, যুবদল নেতা কামাল হোসেন।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন, নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিঠু, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান তাইফ, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইউসুফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা আমির হোসেন সোহাগ, নবী নেওয়াজ, দেলোয়ার হোসাইন, সাইদুর রহমান সানি, মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন, কাউসার, মোহাম্মদ তুহিন ভূঁইয়া, মহিউদ্দিন, ফয়সাল, ইসমাইল, রাকিব, ইজাজ, রুবেল, ইকবালসহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস আহমেদ।
আলোচনা সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ও আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোস্তাক ফয়েজী।