বুড়িচংয়ে ৪ হাজার ৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মো.জাকির হোসেন।
কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৭নভেম্বর বুধবার সকালে উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে ২০২৪- ২৫ অর্থবছরে প্রনোদনা কর্মসূচি আওতায় বোরোধান ও রবি মৌসুমে শাকসবজি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণের বিতরণের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উদ্বোধন ও সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ছিলেন বুড়িচং উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আফরিণা আক্থার। বুড়িচং উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার ৩৫০;জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে প্রনোদনা হিসেবে বোরোধান ও রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বোর ধানের বীজ সার ও নগদ টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান, উপসহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোঃ আব্দুল জলিল, মিজানুর রহমান , আলমগীর হোসেন, বিলকিস আক্তার, সুলতানা ইয়াসমিন, বিল্লাল হোসেন, ওমর ফারুক, শাহীনা আক্তার, শরীফুল ইসলাম, ফারুক আহমেদ, নজরুল ইসলাম, আমির হোসেন প্রমূখ।