কুমিল্লায় বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নামে “কুমিল্লা বিভাগ”, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ নির্মান ও কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবীতে স্মারকলিপি প্রদান করেছে সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লা নামে সংগঠন। বুধবার সকালে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপিটি কুমিল্লা জেলা প্রশাসকের কাছে প্রদান করেন সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার প্রধান সমন্বয়ক ড.শাহ্ মোঃ সেলিম ও সমন্বয়ক শেখ আবদুল মান্নান সহ অন্যান্যরা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।

প্রদানকৃত স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর বঞ্চিত জনগন দেশের শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠ এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেড সহ দেশের অর্থনীতির একটি বিরাট অবদান রেখে আসছে । ভারতবর্ষের প্রথম ব্যাংকের শহর এই কুমিল্লা। মহান ভাষা আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধসহ সর্বোপরি বিগত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লার ভূমিকা ছিল অপরিসীম। বর্তমানে প্রায় ২ কোটির অধিক জনগন নিয়ে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল ঘিরে কৃষি সহ শিল্পক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হলেও বারবার বঞ্চনার শিকার হয়েছে এই অঞ্চল। ১৯৮৯ সাল থেকে কুমিল্লা নামে একটি বিভাগের দাবী সর্বস্তরে উত্থাপিত হলেও বিগত কয়েকটি সরকারের আমলে বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগ ঘোষণা হলেও অদ্যাবধি কুমিল্লা অঞ্চলের জনগন তা থেকে বঞ্চিত। সবকিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিণাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রাণ কেন্দ্র এই কুমিল্লা। এক সময়ে ভারত বর্ষের ত্রিপুরার রাজধানী ছিল কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ করা। এছাড়া ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করার কথা উল্লেখ করা হয়। নানা রাজনৈতিক মেরুকরনের কারনে কুমিল্লা বারবার তা থেকে বঞ্চিত হচ্ছে।

“সচেতন রাজনৈতিক ফোরাম, কুমিল্লা” ২০২২ সালে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন সহ বুদ্ধিজীবি সমন্বয়ে গঠিত হওয়ার পর থেকে কুমিল্লার সমসাময়িক দাবী আদায় সহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সাথে সোচ্চার থেকে কর্মসূচী অদ্যাবধি অব্যাহত রেখেছে বলে জানান নেতৃবৃন্দ। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই দাবীসমূহ বাস্তবায়ন করে এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা পূরণ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

error: ধন্যবাদ আপনাকে!