বুড়িচং উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানিয়েও বন্ধ করা গেল না কাবিলায় জুয়া

মারুফ আহমেদ।।
কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর পশ্চিমপাড়া এলাকায় শুক্রবার দেশীয় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আয়োজন করে স্হানীয় কিছু খেলা প্রেমী তরুণ। এতে অনেক দর্শনার্থী ভীড় করে।

এ সুযোগে একটি অপরাধী চক্র পাশেই জুয়ার আসর বসায়। বিষয়টি স্হানীয় তরুনদের নজরে আসলে জানানো হয় সংবাদকর্মীকে। এসময় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে দ্রুত সেখানে পুলিশের একটি দল পৌঁছে যায়।
তবে দুর্ভাগ্য, পুলিশের উপস্থিতির আগেই জুয়ারিরা নিরাপদ স্হানে সরে পড়ে। পুলিশ আরার ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে আবারও জুয়া খেলা শুরু করে। স্হানীয়দের দাবী, দ্রুত বন্ধ করা হোক জুয়া খেলা।