তিন নির্বাচনকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে আইনজীবীর নোটিশ

আরিফ আজগর।।
আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত হওয়া ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনগুলোকে রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, ভূমি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ ১০টি কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) দিয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং কমিশনের ঠিকানায় ডাকযোগে এবং ইমেইলে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা সকল মন্ত্রণালয় এবং সংস্থাকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্বাচন তিনটিকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করে জড়িতদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সেসকল কমিশন, মন্ত্রণালয় এবং দপ্তরের প্রধানদের বিরুদ্ধে মামলা করার আল্টিমেটাম দেওয়া হয়েছে নোটিশে।

নোটিশ প্রদানকারী জয়নাল আবেদীন মাযহারী সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী। তিনি নগরীর কান্দির পাড় কর ভবন এলাকার বাসিন্দা।

ঢাকা পোস্টকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন নোটিশ প্রদানকারী আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।

নোটিশে উল্লেখ করা সবকিছু পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. দায়িত্বরত সকল নির্বাচন কমিশনার,
২.সিনয়র সচিব নির্বাচন কমিশন,
৩. চেয়ারম্যান, দুর্নীতি দমন কিমশন(দুদক) ,
৪. সচিব দুর্নীতি দমন কিমশন(দুদক),
৫। উপেদষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রনালয়
৬. সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,
৭. উপেদষ্টা, অর্থ মন্ত্রণালয়,
৮.সচিব, অর্থ মন্ত্রণালয়,
৯. উপেদষ্টা, ভূমি মন্ত্রণালয়,
১০.সিনিয়র সচিব, ভূিম মন্ত্রণালয়,

————লিগ্যাল নোটিশ গ্রহিতাগণ।

জয়নাল আবেদীন (মাযহারী),
এল এল.এম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট, কুমিল্লা।
————লিগ্যাল নোটিশ দাতা।

আপনাদের সদয় হস্তক্ষেপ কামনার্থে বিগত স্বৈরাচার সরকার কর্তৃক চরমভাবে বিতর্কিত ও
পাতানো ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমিসহ কোটি ভোটার ভোট দিতে
না পারায় জনস্বার্থে এবং আমি স্বয়ং সংক্ষুব্ধ হইয়া এই মর্মে অত্র লিগ্যাল নোটিশ প্রদান করিতেছি যে, পতিত সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করিয়া ব্যাপক দুর্নীতির মাধ্যমে নাম মাত্র নির্বাচন দেখিয়ে বারংবার ক্ষমতা কুক্ষিগত করে জবাবহীনতার সংস্কৃতি চালু করিয়া ব্যাপক দুর্নীতি করে রাষ্ট্র ও রাষ্ট্র কাঠামোকে পঙ্গু করিয়া দেয়। তথাকথিত নির্বাচিত সদস্যগণ এবং প্রশাসিক উচ্চ পদস্থ কর্মকর্তারা, সুবিধাভোগী বিভিন্ন মহল ত্রাসের রাজত্ব কায়েম করে। যেহেতু নির্বাচন সমূহের ভিত্তি ছিল বেআইনি, অগণতান্ত্রিক এবং অনৈতিক, সেহেতু আইনের সুপ্রসিদ্ধ নীতি VOID AB INITIO আরোপক্রমে The Representation of the People Order, 1972 (P. O. No. 155 of 1972) এর সংশ্লিষ্ট নীতিমালাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং DOCTRINE OF NECESSITY অনুসারে উক্ত নির্বাচন সমূহ অবৈধ ঘোষণা করা ও সংশ্লিষ্ট অপরাধীদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহন আইনসিদ্ধ হবে বটে।

আপনারা সংশ্লিষ্ট দপ্তরের কর্ণধার হিসেবে উক্ত নির্বাচনসমূহ ও সংশ্লিস্ট ব্যক্তিদের বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করিলে এটা খারাপ নজির হিসেবে রয়ে যাবে এবং ভবিষ্যতে এরূপ কর্মকান্ডের পুনরাবৃত্তি হইতে পারে। যাহা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অশনি সংকেত বটে। বৃহৎ স্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চতকরণ কল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্মুক্ত কর্মসূচী বাস্তবায়ন কল্পে আপনাদের সদয় হস্তপক্ষেপ একান্ত কাম্য।

ক) আগামি ১৫ দিনের মধ্যে “পতিত স্বৈরাচার কর্তৃক সংঘটিত ২০১৪,২০১৮,২০২৪ সালের জাতীয় নির্বাচন” অবৈধ ও বেআইনি ঘোষণা করা, খ) উক্ত নির্বাচনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা; গ) উক্ত সময়কালের মধ্যে সংশ্লিষ্টদের অর্জিত সকল আয়কে অবৈধ ঘোষণা করা, ঘ) দোষী সকল ব্যক্তির অবৈধ স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করিয়া তাহা অনতিবিলম্বে রাষ্টের কল্যাণমূলক কাজে বরাদ্দ দেয়া, ঙ) নির্বাচনের সাথে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী আরও যে সকল পদক্ষেপ গ্রহণ সমীচিন তাহাও করা। আপনারা অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতাগণকে বিনয়ের সহিত এই মর্মে অবগত করা যাইতেছে যে, আপনারা দেশের সংশ্লিষ্ট শাখার কর্নধার হিসেবে প্রচলিত আইন, আমাদের সংস্কৃতি, নতুন প্রজন্ম তথা ২০২৪ এর যোদ্ধাদের দেশ নিয়ে স্বপ্নের প্রতি শ্রব্ধা রাখিয়া অত্র নোটিশ প্রাপ্তির ১৫ (দিনের) দিনের মধ্যে উপরোক্ত বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করিবেন মর্মে আমরা বিশ্বাস করি। উপরোক্ত বিষয়ে আপনাদের পক্ষ থেকে কোনরুপ যুক্তি থাকিলে অত্র লিগ্যাল নোটিশের জবাব প্রদান করিয়া উহা উপস্থাপন করিতে পারেন। অন্যথায় উক্ত বিষয়ে যথাযথ প্রতিকারের জন্য আমরা দেশের প্রচলিত আইনের বিধান অনুযায়ী যথোপযোক্ত পদক্ষেপ নিতে বাধ্য হইবো এবং উক্ত অনাকাঙ্খিত ঘটনার জন্য বিধি মোতাবেক আপনারাও দায়ী থাকিবেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য অত্র নোটিশের এক ফর্দ আমাদের সেরেস্তায় সংরক্ষিত রইলো।

আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী ঢাকা পোস্টকে বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি এ নোটিশ পাঠিয়েছি। নির্বাচনের নামে আমার-আপনার, দেশেট সকল জনগণের টাকা অপচয় করা হয়েছে। যা একজন বিবেকবান মানুষ হিসেবে আমাকে নাড়িয়েছে। তাছাড়া তিনটি নির্বাচনে আমি একটা ভোটও দিতে পারিনি। যা আমার নাগরিক অধিকারকে হরণ করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি।