মেঘনা উপজেলা রেন্ট এ কার মালিক সমিতির অফিস উদ্বোধন ও আলোচনা সভা

মো. জাহাঙ্গীর আলম, মেঘনা।।
কুমিল্লার মেঘনায উপজেলার মানিকারচর বাজারের খাজা সুপার মার্কেটে কার অফিসের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপৃরে মোঃ রমজান হোসেনের সভাপতিত্বে, শিবলী সালোয়ারের উপস্থাপনার, অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ শের আলী কোম্পানি চেয়ারম্যান আজহারুল ইসলাম হারুন

এসময় উপস্থিত ছিলেন, শাহ শের আলী কোম্পানি এমডি ড.আব্দুল মান্নান সরকার,মানিকারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাতেন খকন্দ, মানিকারচর বাজার বিশিষ্ট ব্যবসায়ী আমিন হোসেন ভূঁইয়া,বড় সাপ মারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন,
মেঘনা উপজেলা রেন্ট এ কার মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ মনির হোসেন সিকদার,সহ সভাপতি শিবলী সারোয়ার, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,
সাংগঠনিক সম্পাদক, তারেক বাবুল,শেখা আলম,
কোষাধ্যক্ষ, শাহিন সহ আরো অনেকেই।
মেঘনা উপজেলা রেন্ট এ কারে মোট সদস্য ১৫০জন, এদের মধ্যে গাড়ি সংখ্যা ১১০টি