জহিরুল হক বাবু।।
বুড়িচং উপজেলার সার ডিলার নিয়োগ ও সার বিতরণ ব্যবস্থা সুষ্ঠু ও নীতিমালা অনুযায়ী পরিচালনার লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার।
সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিসিআইসি ডিলার ১০ জন, বিএডিসি ডিলার ১৩ জন এবং মোট ৭৮ জন খুচরা ডিলার উপস্থিত ছিলেন।
সভায় সার বিতরণের বিদ্যমান কাঠামো পুনর্বিন্যাস এবং নীতিমালা বাস্তবায়ন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিসিআইসি ও বিএডিসি ডিলাররা একীভূত হয়ে নতুনভাবে সার ডিলার ইউনিট গঠন করবে। প্রতিটি ইউনিটের কার্যএলাকা নির্ধারণসহ ডিলারদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কার্যক্রম আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া কোনো ইউনিট শূন্য থাকলে সেখানে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে। নীতিমালার আলোকে আলাদা কোনো সাব-ডিলার বা খুচরা সার ডিলার ব্যবস্থা থাকবে না। বাতিল হওয়া খুচরা ডিলাররা ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে তাদের সব ধরনের দায়-দেনা নিষ্পত্তি করবেন।
সভায় আরও জানানো হয়, প্রতিটি ওয়ার্ডে একজন করে এবং প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার নিয়োজিত থাকবে। সার বিতরণ ব্যবস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কৃষকবান্ধব করতে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।