গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ঐতিহ্যবাহী নাগাইশের প্রাণকেন্দ্রে অবস্থিত”জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়” এর প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়েছে। গত ২২ নভেম্বর বিকেলে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় অ্যালামনাই এসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়। পরে বিদ্যালয় মাঠে সংগঠনটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট “জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়” জাহিদুলিয়ান
অ্যালামনাই এসোসিয়েশন’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান ভূঁইয়াকে আহ্বায়ক এবং ২০০৭ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মনির হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-ডাক্তার মাহবুব হোসেন, ডাক্তার সোহেল রানা, মোঃ ইউনূস, মোঃ আক্তারুজ্জামান, মোঃ জুয়েল আহম্মদ, আব্দুন নূর ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোঃ শাহজালাল, বায়েজিদ রহমান, মোঃ আসাদুর রহমান, মোঃ জালাল উদ্দীন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মোস্তাক আহমেদ, ডাক্তার মোহাম্মদ ফেরদৌস আলম, মোহাম্মদ আলা উদ্দীন, মোহাম্মদ নজরুল ইসলাম, হেলাল আবনূর(রনি), গাজী রুবেল, ডাক্তার শাকিল মাহমুদ , মোঃ মহিউদ্দিন। সভায় উপস্থিত সদস্যগণ আগামী ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব প্রদান করেন।