কুবিতে নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ এনে মন্ত্রনালয় চিঠি

কুমিল্লার পেপার ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে লিখিত আবেদন করেছেন নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থী। চলতি বছরের ৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই আবেদনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়া ‘পক্ষপাতমূলক ও পরিকল্পিতভাবে’ পরিচালনার অভিযোগ আনা হয়। নিয়োগের অনিয়ম, নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হক চৌধুরী। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয় বরাবর লিখিত জানিয়েছেন তিনি।

আবেদনকারীরা চিঠিতে দাবি করেন, হিসাব রক্ষক, পিএ-টু রেজিস্ট্রার, কার্যসহকারী, কেয়ারটেকার, অফিস সহকারী কাম ডাটা প্রসেসর, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, অফিস সহায়ক, ফটোগ্রাফার, নিরাপত্তা প্রহরী, নেটওয়ার্ক টেকনিশিয়ান, প্লাম্বার ও সহকারী মেকানিকসহ বিভিন্ন পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে তারা নিয়োগ প্রক্রিয়ায় নানান অসঙ্গতি প্রত্যক্ষ করেন।

অভিযোগের তালিকায় থাকা পয়েন্টগুলো হলো—

পরীক্ষার কার্ড ইস্যু নিয়ে অনিয়ম:
২০ মে কার্ড ইস্যু করা হলেও ৩-৪ দিন পরে ডাকযোগে প্রেরণ করা হয়। পরীক্ষার তারিখ ছিল ২৭-২৮ মে। ফলে অনেক প্রার্থী কার্ড সময়মতো পাননি। তবে ‘পছন্দের প্রার্থীদের’ ফোন করে পরীক্ষায় আনা হয়েছে বলে অভিযোগ।

ফলাফল গোপন:
লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ না করে কতজন উত্তীর্ণ হয়েছেন, তা জানানো হয়নি।

ব্যবহারিক পরীক্ষায় বৈষম্য:
অভিযোগ অনুযায়ী, প্রিয় প্রার্থীদের ভালো কম্পিউটার এবং অন্যদের নষ্ট কী-বোর্ড বা সমস্যাযুক্ত কম্পিউটার দেয়া হয়। ইন্টারনেট সংযোগ না থাকা সত্ত্বেও ই-মেইল পাঠানোর শর্ত দেয়া হয়।

গোপনে সাক্ষাৎকার:
ফলাফল প্রকাশ না করে পূর্ব-নির্ধারিত প্রার্থীদের ফোনে ডেকে বিশ্ববিদ্যালয়ের বন্ধ দিনের মধ্যে সাক্ষাৎকার নেয়া হয়েছে বলেও দাবি করেন আবেদনকারীরা।

দুই বোর্ডে দ্বিগুণ সম্মানী:
সমধর্মী দু’টি পদের জন্য আলাদা বোর্ড দেখিয়ে বোর্ড সদস্যদের দ্বিগুণ সম্মানী প্রদান করা হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

স্বজনপ্রীতির অভিযোগ:
অফিস সহায়ক পদে দায়িত্বশীল ব্যক্তিদের আত্মীয়রা নিয়োগ পেয়েছেন বলে দাবি করা হয়।

টাকার বিনিময়ে নিয়োগ:
অভিযোগে একজন শিক্ষকের নাম উল্লেখ করে বলা হয়,  প্রতি নিয়োগে ১০ লাখ টাকা করে চুক্তির মাধ্যমে হিসাব রক্ষক পদে তিনজনের নিয়োগ নিশ্চিত করেছেন।
নিয়োগপ্রত্যাশীরা অভিযোগ তদন্ত, নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

এসব বিষয়ে মনিরুল হক চৌধুরী মানবজমিনকে বলেন, আমার কাছে অভিযোগ এলে সেটা আমার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে।