লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হবে : আবুল কালাম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

 

বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা ৯- (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ঘোষণা করেছেন বিএনপিকে ক্ষমতায় আনলে আমরা মা-বোনদের চিকিৎসা সেবার জন্য প্রতি গ্রামে-গ্রামে পল্লী ক্লিনিক গঠন করব। যেখানে গ্রামের মা-বোনেরা উপযুক্ত ডাক্তার দ্বারা চিকিৎসা পাবেন। এমন একটি সরকারি ক্লিনিক প্রতি গ্রামে গ্রামের স্থাপন করা হবে। এটা করবেন একমাত্র ডা. জোবাইদা রহমান। জোবাইদা রহমান সারা বাংলাদেশের মা-বোনদের স্বাস্থ্যসেবার দায়িত্ব নিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাতনী, তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অলরেডি রাজনীতিতে পদার্পণ করেছেন। আমাদের শিক্ষিত ছেলেমেয়েদেরকে নিয়ে উনার রাজনীতি হবে। আমাদের সন্তানরা কিভাবে শিক্ষিত হবে, এই জাতিকে কিভাবে শতভাগ শিক্ষিত করা যায় সেই লক্ষ্যে কাজ করবেন। পাশাপাশি উনার দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন।

বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যে বিপ্লব, সে বিপ্লবের মহানায়ক তারেক রহমান। বিপ্লব ঘটিয়ে দেশের জনগণের জন্য একটি নির্বাচনের পরিবেশ তৈরি করেছেন। দেশের মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া তার একটি সন্তানকে হারিয়েছেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে মালওয়েশিয়া পাঠিয়ে দিয়েছে। সেখানে স্লো পয়জনের মাধ্যমে তাকেও শাহাদাত বরণ করতে হয়েছে। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে যাননি। দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন।

আবুল কালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে গরিব অসহায়দের জন্য ফ্যামিলি কার্ড করা হবে। এই কার্ডের ন্যায্য মূল্যের শুকনা যত খাবার আছে সবকিছু দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড আমাদের দেশ নায়ক তারেক রহমানের ঘোষণা। এই সেবা ১২ মাস দেওয়া হবে।

তিনি আরও বলেন, লাকসাম এবং মনোহরগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হবে। দখল হয়ে যাওয়া খাল, নদী-নালা পুনরুদ্ধার করা হবে ইনশাআল্লাহ। এ দুই উপজেলার শিক্ষাব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া হবে।

উঠান বৈঠকে উত্তরদা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ইসমাইল মিয়ার সভাপতিত্বে এসময় লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।