বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেবিদ্বারে দোয়া মাহফিল

দেবিদ্বার, প্রতিনিধি।।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আছর দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার সাবেক নায়েবে আমীর গোলাম মোস্তফা সরকার, দেবিদ্বার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ তমিজ উদ্দিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক অহিদুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আলাউদ্দিন, ২নং ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ মামুনুর রশীদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাবেক সহ-সভাপতি সুধন ডিলার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, বিএনপি নেতা শোয়াইব আহমদ মোল্লা, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান জুয়েল, দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান ও পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন বিল্লু প্রমুখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।