মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: আব্দুল্লাহ আল মামুন

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

ad

‎শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধূলা অপরিহার্য।পড়াশোনা যেমন মেধা বিকাশে সহায়তা করে, তেমনি খেলাধূলা শরীরকে রাখে সুস্থ ও সবল। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ছাত্রসমাজ ও যুবসমাজকে সহায়ত করে খেলাধূলা। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলা অনেক গুরুত্বপূর্ণ। সন্ত্রাস ও মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ২০ হাজার তরুণ তরুণী বর্তমানে নেশাগ্রস্থ হয়ে পড়েছে। যার কারণ হচ্ছে বর্ডার এরিয়া। যেখানে রাজনৈতিক ফায়দায় তরুণ তরুণীরা নেশাগ্রস্থ হচ্ছে। খেলাধুলা ছাত্রদের ব্রেণকে ফ্রেশ করে। ছাত্রদের শক্তিশালী করে গড়ে তোলে। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল ক্রিকেটার্স কর্তৃক আয়োজিত ডাবল এলইডি কাপ মিনি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করবো। রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল-কলেজ,স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করব। আমি নির্বাচিত হলে মাদকের গডফাদারদের বিচারের আওতায় আনবো। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। মাদক নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে। এতে উপজেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. আবুল বাশার এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, সাবেক যুগ্ম আহবায়ক এনায়েত করিম ভূইঁয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন মাষ্টার, ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম লাভলু, সাবেক যুব বিষয়ক সম্পাদক আবুল হাসান ভূইঁয়া, সাবেক বিএনপির নেতা মোঃ হাসান, সাবেক জিএস মাহবুবুর রহমান দিদার প্রমূখ।