ডেস্ক রিপোর্ট।।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
এ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এছাড়া সরকারি-বেসরকারি সকল টেলিভিশন চ্যানেলে নির্বাচনি সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পান এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী সুযোগ না পান সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ইসির সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রার্থীদের কাছে অস্ত্র রাখার বিষয়ে আচরণবিধি সংশোধন করা লাগবে। কারণ নির্বাচনি প্রচারণায় কোনো প্রার্থীর বৈধভাবে অস্ত্র রাখার সুযোগ নাই। এজন্য সংসদ নির্বাচনের প্রার্থীদের অস্ত্র রাখার বিষয়ে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম (অব.) চৌধুরী সম্প্রতি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। যারা অস্ত্র জমা দিয়েছেন তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় থেকে একটি নীতিমালাও জারি করা হয়।
ইসি সচিব বলেন, ‘আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আর এর সঙ্গে আচরণবিধির আপাতত কোনো বিরোধ দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অব টাইম আচরণবিধির কোনো জায়গায় সামান্য সংযোজন বা বিয়োজন লাগবে সেটা করব আমরা।’ ভোটের আগে বৈধ অস্ত্র জমা নেওয়ার বিধির কথা তুলে ধরলে ইসি সচিব বলেন, বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেওয়া প্রয়োজন, তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।